রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক আহসান হাবীব টুটুলকে গ্রেপ্তারের প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে গোয়ালন্দে মানববন্ধন হয়েছে।
গোয়ালন্দ প্রেস ক্লাবের আয়োজনে মঙ্গলবার পৌরশহরে এই কর্মসূচি পালিত হয়।
সাংবাদিক আহসান হাবিব টুটুল এনটিভি ও ইউএনবির রাজবাড়ী জেলা প্রতিনিধি।
গোয়লন্দ প্রেস ক্লাবের সভাপতি আজু শিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ডেইলি অবজারভার প্রতিনিধি সিরাজুল ইসলাম, নয়া দিগন্ত প্রতিনিধি মেহেদুল হাসান আক্কাছ, সাংবাদিক টুটুলের ছেলে সিনান আহমেদ শুভ, মেয়ে লামিয়া সুরভি প্রমুখ।