ঢাকা: অনলাইনে জামিননামা (বেইল বন্ড) জমা দিতে শিগগিরই পরীক্ষামূলকভাবে সফটওয়্যার চালু হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, বিচারপ্রার্থী জনগণের জামিনপ্রাপ্তি সহজ করতে অনলাইনে বেইলবন্ড (জামিননামা) জমা দেওয়ার জন্য প্রথমবারের মতো সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান।
আইন মন্ত্রণালয়ের এক বছর সংস্কার কার্যক্রম তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গত এক বছরে বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পন্ন করেছে। এগুলো হলো- আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটালাইজেশন, হয়রানিমূলক মামলা প্রত্যাহার, দৈনন্দিন কার্যক্রম। আইন ও বিচার বিভাগের ৫০ শতাংশ নথি ডি-নথির মাধ্যমে নিষ্পত্তি করার লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।
হয়রানিমূলক মামলা প্রত্যাহার কার্যক্রম নিয়ে উপদেষ্টা বলেন, এ বিষয়ে জেলা পর্যায়ে গঠিত কমিটি এবং আইন ও বিচার বিভাগের এজাহার, চার্জশিটসহ বিভিন্ন বিষয় পর্যালোচনার পর ১৫ হাজারের বেশি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এছাড়া সাইবার আইনের অধীনে ৪০৮টি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলা এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার বিরুদ্ধে দায়ের করা ৭৫২ টি হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে।
আইনি সংস্কারের বিষয়ে আসিফ নজরুল বলেন, 'আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩', সংশোধন করে আইনটিকে ন্যায়বিচারের আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। 'সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫' জারি করে স্বতন্ত্র জুডিসিয়াল কাউন্সিলের মাধ্যমে মেধা, সুযোগের সমতা ও যোগ্যতার ভিত্তিতে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেওয়ানি কার্যবিধিতে সংশোধন আনা হয়েছে। এছাড়া ফৌজদারি আইন সংশোধনের মাধ্যমে গ্রেফতার ও রিমান্ড প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা হয়েছে।
এছাড়া ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে এ অধ্যাদেশ প্রণয়ন করে আগের সাইবার নিরাপত্তা আইনের নিপীড়নমূলক ধারাগুলো এবং এসবের অধীনে দায়ের হওয়া মামলাগুলো বাতিল করে দেওয়া হয়েছে। বিবাহ নিবন্ধন বিধিমালা সংশোধন করে জেন্ডার বৈষম্যমূলক বিধান বাতিল করা হয়েছে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধন আনা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালা সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধিমালার আলোকে বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির পাসপোর্টে ‘নো ভিসা রিকোয়ার্ড’ স্টিকার থাকলে বা জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র থাকলেই বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন।
প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটালাইজেশনের বিষয়ে আসিফ নজরুল বলেন, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস গঠন বিধিমালা ২০২৫’ এবং জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের সরকারের আইন ও বিচার বিভাগে পদায়নের সুনির্দিষ্ট বিধিমালা প্রণয়ন করা হয়েছে। বিচারপ্রার্থী জনগণের তথ্যের অধিকার নিশ্চিতকরণে দেশের সব আদালত প্রাঙ্গণে তথ্য ও সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে।
জিসিজি/জেএইচ