ঢাকা: রাজধানীর গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন পুরোপুরি নির্বাপণে ফায়ার সার্ভিসের ড্রোন ইউনিট মার্কেটের চারপাশ পর্যবেক্ষণ করছে।
শনিবার (২ আগস্ট) সকাল ১১টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। একই সঙ্গে ড্রোনের মাধ্যমে আগুনের অবশিষ্ট অংশ চিহ্নিত করতে পর্যবেক্ষণ শুরু করে ফায়ার সার্ভিসের বিশেষ ইউনিট।
এর আগে সকাল ১০টায় সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের ৫ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার মাত্র তিন মিনিটের মধ্যে সকাল ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়। এর মধ্যে ২টি ইউনিট স্ট্যান্ডবাইয়ে থাকলেও সক্রিয়ভাবে কাজ করেছে ৯টি ইউনিট।
ঘটনাস্থলে এসব তথ্য জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।
আগুন লাগার কারণ ও ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলেও জানান তিনি।
এদিকে সকাল ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মার্কেটের ভেতর থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। অনেক ব্যবসায়ী ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছেন।
এসসি/এসআইএস