ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

ঠিকাদারি প্রতিষ্ঠান তালিকাভুক্তির বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশনা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৫, আগস্ট ৩, ২০২৫
ঠিকাদারি প্রতিষ্ঠান তালিকাভুক্তির বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশনা ফাইল ফটো

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থাকে তাদের ক্রয় ও সেবা কার্যক্রম দ্রুততম সময়ে স্বচ্ছতার সাথে করার জন্য নতুন করে ঠিকাদারি প্রতিষ্ঠান তালিকাভুক্তিতে ক্যাটাগরি না রাখার নির্দেশ দিয়েছে সরকার।

সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়সামিনের স্বাক্ষরিত এক পত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ,  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, নগর উন্নয়ন অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, এইচবিআরআই, সরকারি আবাসন পরিদপ্তর ও অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরকে এ নির্দেশনা দেওয়া হয়েছ।

চিঠিতে বলা হয়েছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থাকে তাদের ক্রয় ও সেবা কার্যক্রম দ্রুততম সময়ে ও স্বচ্ছতার সাথে সম্পাদনের লক্ষ্যে নতুন করে ঠিকাদারি প্রতিষ্ঠান তালিকাভুক্তির উদ্যোগ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।  

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থায় ঠিকাদারি প্রতিষ্ঠান তালিকাভুক্তির ক্ষেত্রে কোনো ধরনের ক্যাটাগরি (যেমন-এ, বি, সি শ্রেণি) না রেখে পিপিআর-২০০৮ অনুযায়ী কার্যক্রম নেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।  

জিসিজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।