ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে আলোচিত মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভাটারা এলাকার একটি কনভেনশন সেন্টারে সরকার পতনে গোপন বৈঠকে সম্পৃক্ততার অভিযোগে সুমাইয়া জাফরিন নামে এক নারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমানে তিনি গোয়েন্দা পুলিশ হেফাজতে আছে।
ভারতে পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে দেশের রাজনীতিতে পুনর্বাসনের প্রেক্ষাপট তৈরির জন্য নৈরাজ্য সৃষ্টি করার ছক কষতে গত ৮ জুলাই ওই কনভেনশন সেন্টারে গোপন বৈঠকটি হয়। সেন্টারটি ভাড়া নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় ৪০০ জন ক্যাডারকে জড়ো করে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হয়।
আরও পড়ুন: হাসিনাকে দেশে ফেরাতে ঢাকায় আ.লীগের ক্যাডারদের প্রশিক্ষণ
প্রায় তিন সপ্তাহ পর জুলাইয়ের শেষদিকে ঘটনাটি জানাজানি হলে দেশজুড়ে তোলপাড় হয়। যদিও ওই সেন্টার ভাড়া ও আয়োজন পরিকল্পনায় জড়িত গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা, বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা ও মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনকে ১২ জুলাই গ্রেপ্তার করা হয়। এরপর আরও বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
তাদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের সূত্রে জানা যায়, ওই গোপন বৈঠক ও প্রশিক্ষণ আয়োজনের মূল হোতা ছিলেন সেনাবাহিনীর মেজর সাদিকুল হক। এর সঙ্গে তার স্ত্রী সুমাইয়া জাফরিনও জড়িত ছিলেন বলে জানা যায়। প্রথম দিকে সুমাইয়াকে পুলিশের সহকারী সুপার (এএসপি) বলা হলেও পরে পুলিশ সদরদপ্তর থেকে জানানো হয়, এই নামে কোনো নারী কর্মকর্তা সেই বাহিনীতে নেই।
অবশ্য গোপন বৈঠকে সংশ্লিষ্টতায় নাম আসতেই মেজর সাদিকুল হককে হেফাজতে নেয় সেনাবাহিনী। ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে একটি তদন্ত আদালতও গঠন করার কথা জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তারা বলেছে, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষ হলে তথ্য প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: হাসিনাকে পুনর্বাসনের চক্রান্ত: আ.লীগের ৪০০ ক্যাডারের সমাগম কীভাবে সবার চোখ এড়াল?
এজেডএস/আরআইএস