ঢাকা: যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা সফলভাবে সম্পন্ন করায় এবং জুলাইয়ের ৩৬ দিনের অনুষ্ঠানমালা সুচারুরূপে শেষ করায় বাণিজ্য ও সংস্কৃতি উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রেস সচিব শফিকুল আলম জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে দুটি শুভেচ্ছা প্রস্তাব গৃহীত হয়।
তিনি বলেন, পরিষদ বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে শুভেচ্ছা জানিয়েছে, কারণ তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা সফলভাবে সম্পন্ন করেছেন। যুক্তরাষ্ট্র আমাদের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এখন আমরা আমাদের প্রতিযোগীদের তুলনায় মোটামুটি সমান বা কিছুটা ভালো অবস্থানে আছি।
তিনি আরও জানান, একই সঙ্গে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তাফা সরয়ার ফারুকীকেও শুভেচ্ছা জানানো হয়েছে। জুলাই মাসব্যাপী ৩৬ দিনের যে অনুষ্ঠানমালা হয়েছে, তিনি নিজে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন এবং তা সুচারুভাবে সম্পন্ন হয়েছে।
এর আগে সকাল সাড়ে ১০টায় মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয় এবং দুপুরে তা শেষ হয়।
অন্তর্বর্তী সরকারের আমলে এটি উপদেষ্টা পরিষদের সচিবালয়ে দ্বিতীয় বৈঠক। সকাল ১০টা ২৫ মিনিটে প্রধান উপদেষ্টা সচিবালয়ে প্রবেশ করেন।
এর আগে গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই সময় প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে সচিবালয়ে নিরাপত্তা জোরদার করা হয়। ১ নম্বর গেট ব্যতীত সব গেট বন্ধ রাখা হয় এবং দর্শনার্থী প্রবেশ বন্ধ ছিল।
জিসিজি/এসআইএস