ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী দুই ভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৩, আগস্ট ৯, ২০২৫
বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী দুই ভাই নিহত দুর্ঘটনাকবলিত অটোরিকশা

বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে দুই ভাই।

এ ঘটনায় আহত হয়েছেন তাদের দুই মামাসহ আরও একজন।  

গুরুতর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝিড়া এলাকায় প্রয়াস স্কুলের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের হযরত আলীর দুই ছেলে মো. আকাশ (২৫) ও মো. আরিফ (২১)। আহতরা হলেন তাদের মামা হায়দার আলী (৫০), আবদুল আজিজ (৩৮) এবং মো. পলাশ (৩৫)।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে বগুড়া শহর থেকে শেরপুরগামী একটি অটোরিকশা প্রয়াস স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৩-২৫৮৯) অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান আকাশ নামে একজন।

তিনি আরও বলেন, পরে ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকাশের ছোট ভাই আরিফ। আহত অবস্থায় তাদের দুই মামা হায়দার আলী ও আবদুল আজিজ এবং পলাশ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পে হেফাজতে রেখেছে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।