জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম খান ওরফে জেড আই খান পান্না জানিয়েছেন, সদ্য গঠিত ‘৭১ মঞ্চ’-এর নামের সঙ্গে তার নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রচারণা চলছে।
সামাজিক মাধ্যমের ওই প্রচারণায় বলা হচ্ছে, ‘ড. কামাল হোসেন ও জেড আই খান পান্নার নেতৃত্বে ১৫ আগস্ট রাজধানীর ৩২ নম্বরে শোক মিছিল যাবে।
‘৭১ মঞ্চ’-এর অন্যতম সদস্য জেড আই খান পান্না ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে লেখেন, ‘৭১ মঞ্চের নামে ড. কামাল হোসেন ও আমার নাম যুক্ত করে ১৫ আগস্ট ৩২ নম্বরে যাওয়ার কথা বলা সঠিক নয়। ’
মূলত ওই প্রচারণাটি বিদেশে ভোগবিলাসে জীবন কাটাতে থাকা পতিত আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের ফেসবুক আইডিতে দেখা যাচ্ছে। অনেকে বলছেন, এ ধরনের পোস্ট দিয়ে দেশে থাকা নেতা-কর্মীদের মাঠে নামিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন তারা।
অবশ্য, এ ধরনের প্রচারণার প্রেক্ষাপটে প্রবাসী অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ১৫ আগস্টে কোনো শোক মিছিল করতে দেওয়া হবে না।
শনিবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তিনি লেখেন, ‘১৫ আগস্টে কোনো শোক মিছিল করতে দেওয়া হবে না। ধানমন্ডি ৩২ নাম্বার অভিমুখে যেই মহাপুরুষই আসুক বা আসার চেষ্টা করুক, পরিণতি ভালো হবে না। মনে রাখবেন ধানমন্ডি ৩২ নাম্বার ফ্যাসিবাদের তীর্থস্থান। ফ্যাসিবাদের তীর্থস্থানের যেকোনো গ্লোরিফিকেশনের প্রচেষ্টাকে সর্বশক্তি দিয়ে জনগণ রুখে দেবে। কোনো কন্সিকুয়েন্সের কথা চিন্তা না করেই। ইনকিলাব আভিতক জিন্দা হ্যায়। ’
এনডি/