আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসারের জন্য একজন করে অস্ত্রধারী আনসার থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য আমাদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় ভূমিকা পালন করে আনসার। আনসারের ভূমিকাটা সবচেয়ে বড়। এবারে প্রিসাইডিং অফিসারের সঙ্গে একজন অস্ত্রসহ আনসার দিচ্ছি। অনেক সময় দেখা যায় প্রিসাইডিং অফিসার অ্যাটাকের শিকার হন। যেন তাকে কোনো কিছু করতে না পারে এজন্য একজন অস্ত্রধারী আনসার দিচ্ছি।
তিনি আরও বলেন, অন্যান্য সময় ছয়জন পুলিশ ও চারজন আনসার থাকে। এদের মধ্যে দুজন অস্ত্রধারী। এবার আমরা তিনজন অস্ত্রধারী আনসার দিচ্ছি। এ ছাড়া সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর আলাদা অস্ত্র থাকবে।
নির্বাচন কতটা সুষ্ঠু হবে সেটা প্রতিষ্ঠা হিসাবে দায় কিন্তু আপনার- সাংবাদিকের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দায় এটা আসবে না। নির্বাচন ভালো হলে লোকজন আমার প্রশংসা করবে। দায় আমারে কেন করবে। আমি এ রকমভাবে একটা নির্বাচন করে যেতে চাচ্ছি যেন লোকজন প্রশংসা করেন। দেখা হলে যেন বলে ভাই কেমন আছেন, যেন আপনারা মুখ ফিরিয়ে না নেন।
এমআইএইচ/আরবি