হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুর কোম্পানির কাছে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও ৫ জন আহত হয়েছেন।
রোববার (১০ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন জানান, নতুন ব্রিজ থেকে ‘খোয়াই সিএনজি’ নামের অটোরিকশায় যাত্রী নিয়ে হবিগঞ্জের দিকে আসছিলেন চালক। জগতপুর কোম্পানির কাছে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে অটোরিকশা চালক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত যাত্রীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ দুর্ঘটনার তদন্ত করছে বলে জানান ওসি।
এমজেএফ