ঢাকা, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

হবিগঞ্জে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৯, আগস্ট ১১, ২০২৫
হবিগঞ্জে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে চালক নিহত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুর কোম্পানির কাছে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও ৫ জন আহত হয়েছেন।

রোববার (১০ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

 

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন জানান, নতুন ব্রিজ থেকে ‘খোয়াই সিএনজি’ নামের অটোরিকশায় যাত্রী নিয়ে হবিগঞ্জের দিকে আসছিলেন চালক।  জগতপুর কোম্পানির কাছে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে অটোরিকশা চালক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত যাত্রীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ দুর্ঘটনার তদন্ত করছে বলে জানান ওসি।

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।