অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার ব্যবসায়ী এবং দেশটির জাতীয় গাড়ি কোম্পানির মালিক সৈয়দ মোখতার আল বুখারি।
বুধবার (১৩ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাটানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মালয়েশিয়ার জাতীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্রোটন ও অবকাঠামো জায়ান্ট এমএমসি করপোরেশন বারহাদের মালিক সৈয়দ মোখতার আল বুখারি বুধবার কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষা’কালে সৈয়দ মোখতার আল বুখারি বাংলাদেশকে বিনিয়োগের মাধ্যমে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, এটা শুধু মুনাফা অর্জনের জন্য নয়, বাংলাদেশের জনগণের জন্যই আমরা এটা করতে চাই। সৈয়দ মোখতার নদী উন্নয়ন ও জেলে সম্প্রদায়ের সঙ্গে জড়িত প্রকল্পগুলোতে দায়িত্বশীল স্থানান্তরের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছিলেন।
এসকে/এমজেএফ