ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

মৌলভীবাজারে ব্যবসায়ীকে হত্যায় আসামি গ্রেপ্তার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, আগস্ট ১৮, ২০২৫
মৌলভীবাজারে ব্যবসায়ীকে হত্যায় আসামি গ্রেপ্তার পুলিশি নিরাপত্তায় ঘাতক জুয়েল। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজারের শমশেরনগর রোডের হার্ডওয়ার ব্যবসায়ী শাহ্ ফয়জুর রহমান রুবেল হত্যাকাণ্ডে জড়িত জুহেল মিয়া ওরফে জুয়েল আলিফ-কে গ্রেপ্তার করছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।

জিজ্ঞাসাবাদে জুয়েল মিয়া পুলিশকে জানিয়েছেন, মূলত ছিনতাই করতে গিয়ে ওই ব্যবসায়ী রুবেলকে খুন করেছেন তিনি। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ অন্য আলামত জব্দ করেছে পুলিশ।

পুলিশ সুপার লিখিত বক্তব্যে জানান, গত ৭ আগস্ট ঘটনার দিন সন্ধ্যায় মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডে এফ রহমান ট্রেডিং নামে একটি হার্ডওয়্যারের দোকানে ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল একা বসেছিলেন। এ সময় ছিনতাইকারী জুহেল মিয়া ওরফে আলিফ ক্রেতা সেজে দোকানে ঢুকে ব্যবসায়ীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ক্যাশ থেকে এক হাজার ১০০ টাকা নিয়ে পালিয়ে যান।

তিনি আরও জানান, আহত ব্যবসায়ী রুবেল চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দিন রাতেই মারা যান। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার মডেল থানায় মামলা হয়। পুলিশি তদন্তে একটি অটোরিকশার চালককে শনাক্ত করে তার কাছ থেকে তথ্য নিয়ে জুহেল মিয়া ওরফে জুয়েল আলিফকে শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল গ্রামের নিজ বাড়ি থেকে ১৭ আগস্ট গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আসামিকে জিজ্ঞাসাবাদে সে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাতের কথা স্বীকার করেছেন। তিনি পুলিশকে জানিয়েছেন, তার পরিবারের আর্থিক অবস্থা খুবই শোচনীয়। এতে তিনি গত ৬ আগস্ট চুরি ও ছিনতাইয়ের জন্য মৌলভীবাজার শহরে আসেন। এদিন তিনি কোনো সুবিধা করতে না পেরে পরদিন ৭ আগস্ট পুনরায় মৌলভীবাজার এসে এই হত্যার ঘটনা ঘটান।  
 
 বিবিবি/আরএ       

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।