বাংলাদেশের সাথে সহযোগিতামূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তোলার জন্য পাকিস্তানের দৃঢ় আগ্রহ প্রকাশ করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
শনিবার (২৩ আগস্ট) রাতে ঢাকার পাকিস্তান হাইকমিশনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সম্মানে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
সংবর্ধনা অনুষ্ঠান বাংলাদেশ সরকারের উপদেষ্টা, আমলা, রাজনৈতিক দলের নেতৃত্ব, উপাচার্য, বুদ্ধিজীবী ও থিঙ্ক ট্যাঙ্কের সদস্য, ক্রীড়াবিদ, শিল্পী, সাংবাদিক, অবসরপ্রাপ্ত জেনারেল এবং অন্যদেরসহ বিভিন্ন স্তরের ব্যক্তিত্বের সঙ্গে মতবিনিময় করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, পাকিস্তানের জনগণের বাংলাদেশের জনগণের প্রতি ভ্রাতৃত্বপূর্ণ অনুভূতি রয়েছে।
তিনি উল্লেখ করেন যে, দুই দেশের সম্পর্ক শতাব্দী প্রাচীন ঐতিহ্য, ইসলামী ঐতিহ্য, সামাজিক রীতিনীতি এবং সাহিত্যিক অভিব্যক্তির ওপর ভিত্তি করে তৈরি। বাংলাদেশের জনগণের একটি সুরেলা ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে তিনি বাংলাদেশের সাথে সহযোগিতামূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তোলার জন্য পাকিস্তানের দৃঢ় আগ্রহ প্রকাশ করেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার একটি বিশেষ ফ্লাইটে শনিবার (২৩ আগস্ট) ঢাকায় আসেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম।
টিআর/এএটি