ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ কোকেন জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, আগস্ট ২৬, ২০২৫
দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ কোকেন জব্দ

ঢাকা: দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ কোকেন জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় একজন বিদেশি নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর সাড়ে ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ কোকেন জব্দ করে বাংলাদেশ কাস্টম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় গায়ান রিপাবলিকের নাগরিক কারেন পেটুলা নামে একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিকেলে সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক গোলাম আজম।

তিনি জানান, জব্দকৃত কোকেনের বাজার মূল্য ১৩০ কোটি টাকা।

এছাড়াও সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এক কেজি ৬০০ গ্রাম আইসসহ বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ট্রেলিয়া হতে আগত কুশও উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অতিরিক্ত মহাপরিচালক বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ আগস্ট উপপরিচালক শামীম আহম্মেদের নেতৃত্বে একটি টিম আদাবর থানাধীন বাইতুল আমান হাউজিং সোসাইটির একটি বাসা থেকে মো. খাইরুল ইসলাম ওরফে রিয়ানকে (২৬) চার হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মো. তোফায়েল হোসেন শান্ত নামে এক ব্যক্তির ভাড়া বাসা থেকে একাধিক মাদক মামলার আসামি মিলন মোল্লার কাছ থেকে ভয়ঙ্কর মাদক মিথাইল এ্যামফিটামিন (আইস) এককেজি ৬০০ গ্রাম জব্দ করা হয়।

এ ঘটনায় পলাতক মো. সৌরভ ইসলাম শান্ত ওরফে মো. তোফায়েল হোসেন শান্ত (পলাতক) ও ইয়াছমিন আক্তার আঁখিসহ (পলাতক) মিলন মোল্লার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, অপর একটি অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ আগস্ট উপপরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে পল্টন মডেল থানাধীন পুরাতন ডাক ভবন বৈদেশিক ডাক থেকে টেট্রাহাইড্রো ক্যানাবিনলযুক্ত কুশ ২৮০ গ্রাম উদ্ধার করা হয়। এ সময় মো. শহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার আসামি মো. শহিদুল ইসলামকে (৪৫) জিজ্ঞাসাবাদের ভিত্তিতে শুকুর মোহাম্মদ রিপনকে (৫০) গ্রেপ্তার করা হয়।

এসসি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।