ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনে বাংলামোটর থেকে শাহবাগগামী সড়ক বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, আগস্ট ২৭, ২০২৫
বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনে বাংলামোটর থেকে শাহবাগগামী সড়ক বন্ধ

তিন দফা দাবি আদায়ে ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা অভিমুখে রওয়ানা হওয়া বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিল থামাতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ সময় শাহবাগ থেকে বাংলামোটরসহ আশেপাশে সড়কগুলোতে তীব্র যানজট দেখা যায়।

এর পাশাপাশি বাংলামোটর থেকে শাহবাগগামী সড়কটি পুলিশ বন্ধ করে দেয়। ঠিক অপর পাশের সড়কে থেমে থেমে চলাচল করতে দেখা যায়।

বুধবার (২৭ আগস্ট) বেলা আড়াইটার দিকে দেখা যায় বাংলামোটর মোড়ে শাহবাগগামী সড়কটি পুলিশ বন্ধ করে দিয়েছে।

দায়িত্বরত এক সার্জেন্ট জানান, শাহবাগ মোড় এলাকায় মিটিং মিছিলের কারণে এই সড়কটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা এলেই সড়কটি খুলে দেওয়া হবে। এরই মধ্যে কিছু কিছু মোটরসাইকেল ছেড়ে দেওয়া হচ্ছে।

এর আগে তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করেন তারা। শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে উঠে শাহবাগ এলাকা। তাদের স্লোগানের মধ্যে রয়েছে, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, ‘কোটা না মেধায়, মেধায় মেধায়’, ‘সবার মুখে এক বয়ান, ডিপ্লোমা টেকনিশিয়ান’, ‘অবৈধ ডিপ্লোমা কোটা অবসান চাই’, ‘কোটার নামে অবিচার, বন্ধ করো’, ‘কোটা প্রথা ভেঙে দাও, মেধাবিদের অধিকার ফিরিয়ে দাও’।

প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা ও দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ