সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা সীমান্ত দিয়ে স্বামী-স্ত্রীকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুশ-ইন করার পর সীমান্তে ঘোরাঘুরি করা অবস্থায় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩০ আগস্ট) বেলা ১টার দিকে জৈন্তাপুর উপজেলার বাঘাছড়া ১৩০২ মেইন পিলারের ৪ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের অনুপ্রবেশ করায় বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি পুলিশের কাছে হস্থান্তর করে।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানাযায়, ঘটনার সময় সীমান্তের ১৩০২ নং মেইন পিলারের ৪ নম্বর সাব পিলার দিয়ে বাঘছড়া এলাকা দিয়ে দুজন বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করে বিএসএফ। খবর পেয়ে জকিগঞ্জ ব্যাটলিয়নের লালাখাল বিওপির সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যান।
বিজিবি জানায়, আটক দুজন বাংলাদেশি নাগরিক ১০ বছর আগে ভারতে যান। তারা হলেন, খুলনা জেলার দিঘলীয়া থানার মাধবপুর গ্রামের মৃত মোতালেব ফকিরের ছেলে হাসানুল ফকির (৫৮) ও তার স্ত্রী মোছা. আম্বিয়া (৩৫)।
জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফেট্যানেন্ট কর্নেল জুবায়ের আনোয়ার সীমান্ত থেকে দুজনকে আটকের বিষয় নিশ্চিত করে বলেন তাদের যথা নিয়মে নিকটস্থ জৈন্তাপুর মডেল থানায় হস্তান্থরের পক্রিয়া নেওয়া হয়েছে। আমাদের সীমান্ত সুরক্ষায় বিজিবির নজরদারি জোরদার রয়েছে।
এনইউ/এমজেএফ