ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাইলস্টোনের ঘটনা তদন্তে কমিশনের মেয়াদ বাড়ল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, আগস্ট ৩১, ২০২৫
মাইলস্টোনের ঘটনা তদন্তে কমিশনের মেয়াদ বাড়ল ফাইল ছবি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার প্রেক্ষিত, কারণ, দায়দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরুপণ এবং ঘটনা সংশ্লিষ্ট অপরাপর বিষয় চিহ্নিত করার লক্ষ্যে গঠিত তদন্ত কমিশনের মেয়াদ বাড়িয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রোববার (৩১ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা আদেশে বলা হয়, গঠিত তদন্ত কমিশনের মেয়াদ এবং তদন্ত প্রতিবেদন দাখিলের মেয়াদ ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো। এই প্রজ্ঞাপন ২৪ আগস্ট থেকে কার্যকর বলে জানানো হয়েছে।

গত ২১ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এরপর গত ২৭ জুলাই তদন্ত কমিশন গঠন করা হয়।

সাবেক সচিব এ কে এম জাফর উল্লা খানকে সভাপতি করে এই কমিশন গঠন করা হয়। কমিশনের সদস্য হিসেবে রয়েছেন—প্রাক্তন সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল (অব.) এম সাঈদ হোসাইন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (মন্ত্রণালয় কর্তৃক মনোনীত) অতিরিক্ত সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় (মন্ত্রণালয় কর্তৃক মনোনীত) অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় (মন্ত্রণালয় কর্তৃক মনোনীত) অতিরিক্ত সচিব, ঢাকা বিভাগীয় কমিশনার।

নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভগের অধ্যাপক মো. আশিকুর রহমান, আইনজীবী ব্যারিস্টার আশরাফ আলি।

কমিশনকে চার সপ্তাহের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল।

এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।