ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান কিরণের বাবা আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, সেপ্টেম্বর ১, ২০২৫
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান কিরণের বাবা আর নেই মকবুল আহমেদ

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণের বাবা মকবুল আহমেদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিল ৮৫ বছর।

আগামী মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টায় মরহুমের জন্মস্থান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার রসূলপুর গ্রামের তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। একই দিন বাদ এশা ঢাকার মোহাম্মদপুরের শেরশাহশুরী রোডস্থ বাইতুল ফালাহ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মোহাম্মদপুর ঈদগাহ মাঠে কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, পুত্রবধূ, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।