পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকায় জশনে জুলুসের বর্ণাঢ্য র্যালি ও নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা থেকে এটি শুরু হয়।
আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকার আয়োজনে আয়োজিত এই র্যালিতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসলমান। র্যালিটি মোহাম্মদপুর, আসাদ এভিনিউ, ধানমন্ডি, রিং রোড, টিকাপাড়া ঘুরে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
আওলাদে রাসূল হুজুর কেবলা হযরত সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা. জি. আ.)-এর সভাপতিত্বে র্যালিটি সম্পন্ন হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়্যদ মুহাম্মদ কাশিম শাহ (মা. জি. আ.) ও সৈয়্যদ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ (মা. জি. আ.)।
র্যালি শেষে অনুষ্ঠিত হয় নূরানী মাহফিল। মাহফিলে বক্তৃতা দেন কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ জসিম উদ্দিন আল-আযহারী।
তিনি বলেন, রাসূল (সা.) আল্লাহতায়ালার শ্রেষ্ঠ নিয়ামত। তাঁর আগমনের দিনটি খুশি ও আনন্দের সঙ্গে উদযাপন করা কুরআনের নির্দেশিত পন্থা।
মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক।
অনুষ্ঠান শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ফিলিস্তিনসহ বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহর রহমত কামনা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মদ শামসুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন সাকের, ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দিন সবুর, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দিন ও মুখপাত্র মোসাহেব উদ্দিন বখতিয়ার।
ইএস/এসআইএস