ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্য সচিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, সেপ্টেম্বর ৩, ২০২৫
মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্য সচিব

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

বুধবার (৩ সেপ্টেম্বর) তিনি সেখানে চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজখবর নেন।

গত ২১ জুলাইয়ের দুর্ঘটনায় আহত ১৬ শিক্ষার্থী বর্তমানে ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের মধ্যে ১০ জন ছাত্রী এবং ছয় জন ছাত্র। দুজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

পরিদর্শনকালে বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীন ও কর্তব্যরত চিকিৎসকরা সচিবকে আহতদের সর্বশেষ শারীরিক অবস্থা এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। তারা জানান, অনেককে একাধিকবার অপারেশন ও আইসিইউ সাপোর্ট দিতে হয়েছে।

চিকিৎসা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে স্বাস্থ্য সচিব বলেন, প্রয়োজন অনুযায়ী যেন আহতদের সর্বোচ্চ চিকিৎসা অব্যাহত থাকে।

উল্লেখ্য, মাইলস্টোন বিমান দুর্ঘটনায় প্রাথমিকভাবে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছিল ৫৭ জনকে। তাদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে, একজনকে পাঠানো হয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে, ২০ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে ১৬ জন চিকিৎসাধীন।

আরকেআর/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।