ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বেলজিয়ামের ভিসা আবেদন নেবে না ঢাকার সুইডিশ দূতাবাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪০, সেপ্টেম্বর ৭, ২০২৫
বেলজিয়ামের ভিসা আবেদন নেবে না ঢাকার সুইডিশ দূতাবাস সুইডেনের পতাকা।

আগামী ১৫ সেপ্টেম্বরের পর থেকে বেলজিয়ামের ভিসা আবেদন গ্রহণ করবে না ঢাকাস্থ সুইডিশ দূতাবাস। রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকার সুইডেন দূতাবাস এক নোটিশে এই তথ্য জানায়।

এতে বলা হয়, ভিএফএস গ্লোবালের বেলজিয়ামের শেনজেন ভিসার আবেদনের শেষ দিন আগামী ১৫ সেপ্টেম্বর। এরপর থেকে সুইডিশ দূতাবাস বেলজিয়ামের ভিসা আবেদব গ্রহণ করবে না।

যদি শেনজেন এলাকায় ভ্রমণের জন্য বেলজিয়াম আপনার প্রধান গন্তব্য হয়, তবে আপনাকে বেলজিয়াম কর্তৃপক্ষের মাধ্যমে সরাসরি হালনাগাদ হওয়া আবেদন প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে।

টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।