ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট বিকেল ৪টা পর্যন্ত চলবে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা গেছে, শাহবাগ মোড়ের প্রবেশপথসহ বিভিন্ন চেকপোস্টে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ও সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্সের সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।
শাহবাগ থানার সামনে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গাড়ি এবং যেসব অ্যাম্বুলেন্সে রোগী আছে, কেবল সেগুলো প্রবেশ করতে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদেরও আইডি কার্ড যাচাই করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ”
ঢাবি রোভার স্কাউটের সদস্য তাহসিন বলেন, “আমরা ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে কাজ করছি। বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধু শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং রোগীবাহী অ্যাম্বুলেন্স প্রবেশ করছে। ”
এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যেতে চাওয়া অনেক রোগীকে ক্যাম্পাসের ভেতর দিয়ে প্রবেশের অনুমতি না পেয়ে হেঁটে বা রিকশায় বাইরের রাস্তা ব্যবহার করতে দেখা গেছে।
এর আগে, সোমবার টিএসসিতে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার সাজ্জাদ আলী জানান, ডাকসু ও হল সংসদ নির্বাচনের নিরাপত্তায় দুই হাজার ৯৬ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তাদের সঙ্গে থাকছে ডগ স্কোয়াড, সোয়াট টিম, বিশেষায়িত টিম ও সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ।
তিনি বলেন, “ডাকসুর নিরাপত্তা নিশ্চিত করতে গত এক সপ্তাহ ধরে নানাবিধ পুলিশি কার্যক্রম চালানো হয়েছে। আশা করছি বড় কোনো ঘটনা ঘটবে না। প্রয়োজনে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে। ”
ডিএমপি কমিশনার আরও জানান, সোমবার রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত লাইসেন্সধারী ব্যক্তিরাও অস্ত্র বহন করতে পারবেন না। এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।
এমএমআই/এইচএ/