ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শান্তি-সংলাপের মাধ্যমেই সংখ্যালঘু সহিংসতা প্রতিরোধ করতে হবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫২, সেপ্টেম্বর ১১, ২০২৫
শান্তি-সংলাপের মাধ্যমেই সংখ্যালঘু সহিংসতা প্রতিরোধ করতে হবে

ঢাকা: শান্তি, সংলাপ ও স্থিতিশীলতার মাধ্যমেই সংখ্যালঘুদের ওপর সহিংসতা প্রতিরোধ করতে হবে বলে মন্তব্য করেছেন ভ্যাটিকানের কার্ডিনাল ও আন্তঃধর্মীয় সংলাপবিষয়ক প্রতিনিধি জর্জ যাকোব কাভোকাদ।

বুধবার রাজধানীর কাকরাইলে রমনা আর্চবিশপ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ভ্যাটিকান প্রতিনিধি দলের ঢাকা সফর উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে দলটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এসময় তারা সফর সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

কার্ডিনাল কাভোকাদ বলেন, শান্তি, সংলাপ ও স্থিতিশীলতার মধ্য দিয়েই সংখ্যালঘু সহিংসতা প্রতিরোধ করতে হবে। এ জন্য রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একসাথে বসে সংলাপের উদ্যোগ নেওয়া জরুরি, যাতে ভবিষ্যতে কোনো ধরনের সহিংসতা না ঘটে।

ভ্যাটিকান প্রতিনিধি দলের সদস্যরা জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার বার্তা পৌঁছে দিতেই তারা ঢাকা সফরে এসেছেন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন আর্চবিশপ বিজয় এন. ডি' ক্রুজ, আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার এবং বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রেনডল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাদার আগস্টিন বুলবুল রিবেরু ও জ্যোতি এফ. গোমেজ।

ভ্যাটিকানের কার্ডিনাল জর্জ যাকোব কাভোকাদের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি গত ৬ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সফর করছেন।  

টিআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।