ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের ইদ্রিস খান রোডের প্রবেশমুখ থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুর্ধর্ষ ছিনতাইকারী জাকির ওরফে সাকিবকে (২৮) হাতেনাতে আটক করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির স্বীকার করেছেন, টার্গেটকৃত ব্যক্তিকে যাকে তারা নিজেদের ভাষায় মুরগি বলে ছিনতাইয়ের জন্য ২০ ইঞ্চি লম্বা সামুরাই হাতে নিয়ে সেখানে ওত পেতে ছিলেন তিনি ও তার সহযোগীরা।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাকিরকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন সহযোগী পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে তার কোমর থেকে একটি ২০ ইঞ্চি সামুরাই উদ্ধার করা হয়।
থানার বিভিন্ন কাগজপত্র পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে জানা গেছে এ জাকিরের নামে আগে ছিনতাই ও মাদকের মামলা ছিল। বর্তমানে তার বিরুদ্ধে নতুন করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জাকিরের পেশাই হচ্ছে ছিনতাই। পালিয়ে যাওয়া তার সঙ্গীদেরও পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে।
এজেডএস/আরআইএস