ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য: সৈয়দা রিজওয়ানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৫, সেপ্টেম্বর ১৬, ২০২৫
ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য: সৈয়দা রিজওয়ানা সৈয়দা রিজওয়ানা হাসান।

ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের মিলনায়তনে আয়োজিত বিশ্ব ওজোন দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমি কয়েকটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বৈশ্বিক কিংবা জাতীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষার পাশাপাশি ব্যক্তিগত জীবনে আমাদের পছন্দ-অপছন্দও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন রক্ষা সরকারের দায়িত্ব হলেও আপনি কতক্ষণ এসি চালাবেন, ঘর এমনভাবে বানাবেন কি না যাতে এসির ব্যবহার কম হয়—এসব কিছুই আপনার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

তিনি আরও বলেন, ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। ওজোনস্তর ক্ষয়ের ফলে মানবস্বাস্থ্য, কৃষি উৎপাদন ও প্রাণিজগৎ মারাত্মক ঝুঁকিতে পড়ছে।

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা উল্লেখ করেন, মন্ট্রিয়ল প্রটোকলের মতো কার্যকর আন্তর্জাতিক আইন প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে পৃথিবী ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিয়ন্ত্রণে সফল হয়েছে। এটি প্রমাণ করে রাজনৈতিক সদিচ্ছা থাকলে আন্তর্জাতিক আইনও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব।

তিনি বলেন, উন্নত দেশগুলো অর্থ ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহযোগিতা করায় ওজোনস্তর রক্ষায় বৈশ্বিক সাফল্য এসেছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও একই ধরনের প্রতিশ্রুতি ও সহযোগিতা জরুরি। সমালোচনাকে ইতিবাচকভাবে নিয়ে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করা উচিত। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক আচরণে পরিবর্তন আনলেই টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. কামরুজ্জামান (এনডিসি)। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাভিদ শফিউল্লাহ।

এবারের বিশ্ব ওজোন দিবস ২০২৫-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘বিজ্ঞানসম্মত কর্ম, ওজোন রক্ষায় বর্ম। ’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মহিউদ্দিন মানিক। এ ছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সৈয়দা রিজওয়ানা হাসান।

আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।