ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বাড়লে সেটা নিয়ন্ত্রণ করা কঠিন: আসিফ মাহমুদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪১, সেপ্টেম্বর ১৬, ২০২৫
হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বাড়লে সেটা নিয়ন্ত্রণ করা কঠিন: আসিফ মাহমুদ নগর স্বাস্থ্যকেন্দ্র ভবন উদ্বোধনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ঢাকা: ডেঙ্গুর সময় আসলে হঠাৎ করেই ডেঙ্গুর প্রকোপ বাড়ে সেটা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় নবনির্মিত ৩টি নগর মাতৃসদন কেন্দ্র ও ৮টি নগর স্বাস্থ্যকেন্দ্র ভবন উদ্বোধন (ভার্চ্যুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে) শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডেঙ্গু নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ডেঙ্গু নিয়ে আমরা কাজ করছি। তবে আপনারা জানেন ডেঙ্গু নিয়ে কাজের ক্ষেত্র অনেক ব্যাপক। এজন্য আমাদের জনসচেতনতা থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থাসহ সব কিছু এক সঙ্গে করতে হচ্ছে।

তিনি বলেন, আমি নগরবাসীকে আহ্বান জানাবো যে কারণে ডেঙ্গু হয় বা ছড়ায় সে বিষয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করছি। টিভিসহ বিভিন্ন জায়গায় অ্যাড যাচ্ছে। এ বিষয়গুলো নগরবাসী অনুসরণ করবে। সবাই সচেতনতার দিকগুলো মেনে চলবে। যাতে এডিস মশার প্রজনন আমরা নিয়ন্ত্রণ করতে পারি। একই সঙ্গে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে আনতে পারি।

উপদেষ্টা বলেন, ডেঙ্গুর সময় এলে হঠাৎ করেই ডেঙ্গুর প্রকোপ বাড়ে সেটা নিয়ন্ত্রণ করা বা মেইনটেইন  করা কঠিন হয়ে যায়। এক্ষেত্রে আমরা সমন্বয় করছি স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে।  

গত বছরের ৫ আগস্টের পর সারা দেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে স্থবির অবস্থা চলছে সেটা রক্ষায় কি পদক্ষেপ নেবেন এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। সরকারের উচ্চ পর্যায় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল বৃদ্ধি ও কার্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা অবশ্যই দৃশ্যমান পদক্ষেপ দেখতে পারবেন। ৫ আগস্টের পরে অনেক ক্ষেত্রেই স্থবিরতা দেখা দিয়েছিল। আমরা ইতোমধ্যে সেসব জায়গায় উন্নতি করতে পেরেছি। আমরা কাজ ও চেষ্টা করে যাচ্ছি।

জিসিজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।