ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

৪ বছর পর সুমি হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৯, সেপ্টেম্বর ১৭, ২০২৫
৪ বছর পর সুমি হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাটে চার বছর আগে সংঘটিত গৃহবধূ সুমি আক্তার পুতুল (২৫) হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে সিআইডির বাগেরহাট জেলা ইউনিট। দীর্ঘ তদন্ত শেষে গত সোমবার বিকেল ৫টার দিকে কুমিল্লার লাকসাম থানা এলাকায় র‌্যাবের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের নাম বিজয় ওরফে রিংকু হোসাইন (৩৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঘাটুরা গ্রামের আক্তার হোসাইন ওরফে কামাল মিয়া মুন্সির ছেলে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২০ সালের ১৫ অক্টোবর সকালে ফকিরহাট উপজেলার সাতবাড়ীয়া গ্রামে নিজ বাড়ির পাশের একটি ঘের থেকে সুমি আক্তার পুতুলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে ফকিরহাট থানায় হত্যা মামলা করে। পরবর্তীতে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

তদন্তে জানা যায়, নিহত সুমি আক্তারের সঙ্গে আসামি বিজয়ের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। হত্যাকাণ্ডের রাতে সুমি আক্তার বিজয়কে স্বামী-সংসার ছেড়ে পালিয়ে গিয়ে নতুন সংসার গড়ার জন্য চাপ দেন। এ নিয়ে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বিজয় সুমির গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরে লাশ ঘেরে ফেলে দেয়। হত্যার পর ঘটনাস্থলে থাকা লাশ নারিকেলের ডালপালা দিয়ে ঢেকে দ্রুত সটকে পড়ে সে।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজয় হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছে। সে জানিয়েছে, পরকীয়া সম্পর্ক ফাঁস হয়ে যাওয়ার ভয়ে এবং বিয়ের চাপ থেকে মুক্তি পেতেই সে এই হত্যাকাণ্ড ঘটায়।

এ ঘটনায় অভিযুক্ত বিজয় ওরফে রিংকু হোসাইন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান।

এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।