ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ছেলেদের ওষুধ কিনে দেওয়ার দুই ঘণ্টা পরেই লাশ বাবা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৭, সেপ্টেম্বর ২২, ২০২৫
ছেলেদের ওষুধ কিনে দেওয়ার দুই ঘণ্টা পরেই লাশ বাবা!

সকাল ১১টায় হাসপাতাল থেকে দুই শিশু সন্তানের জন্য বাড়িতে ওষুধ পৌঁছে দিয়ে বের হয়েছিলেন। দুপুর ১২টার দিকে স্ত্রীর মোবাইলে কল দিয়ে স্নেহভরা কণ্ঠে জানতে চান, ‘ছেলেরা ওষুধ খেয়েছে তো?’ সেই কথোপকথনের মাত্র এক ঘণ্টা পরেই এলো মর্মান্তিক খবর—সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইলেকট্রিশিয়ান এসএম মিজানুল হক (৪০) রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে প্রাণ হারান চুনারুঘাট উপজেলার দেওরগাছ এলাকায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে। এ ঘটনায় গুরুতর আহত হন আরেক মোটরসাইকেল আরোহী পারভেজ আহমেদ (২৭)।

চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেন বাংলানিউজকে জানান, দেওরগাছ এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক ও আরোহীরা গুরুতর আহত হন। স্থানীয়রা মিজানুলকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত পারভেজকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিজানুল হক স্ত্রী দিলারা খাতুন লুবনা, দুই শিশু সন্তান তৃতীয় শ্রেণির ছাত্র মাশরাফি হক লামি ও ছোট ছেলে অমি হককে রেখে গেছেন। সকালে সন্তানদের ওষুধ হাতে পৌঁছে দিয়ে বের হওয়া, এরপর স্ত্রীর সঙ্গে শেষ ফোনালাপ, সবই হয়ে গেল নিয়তির নির্মম পরিহাস।

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স সুচিত্রা দাশ বাংলানিউজকে বলেন, মিজানুল হক সরকারি চাকরি করলেও হাসপাতালকে নিজের পরিবার মনে করতেন। গভীর রাতেও বিদ্যুৎ বিভ্রাট হলে দৌড়ে আসতেন হাসপাতালে।

হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকায় ও বানিয়াচংয়ে ছিল তার বাসা। কর্মস্থল ও শ্বশুরবাড়ি এলাকায় তিনি সবার প্রিয় মুখ ছিলেন। ভালো ক্রিকেট খেলতেন, ছিলেন প্রাণবন্ত সহকর্মী। তার মৃত্যুর খবরে বানিয়াচং উপজেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।

রাতে হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকায় মরদেহ পৌঁছালে আবারও কান্নায় ভেঙে পড়ে স্বজন-আত্মীয়রা। নিহতের শ্যালক, আইডিএলসি ফাইন্যান্স পিএলসির কর্মকর্তা জুনায়েদ আহমেদ বাংলানিউজকে জানান, সোমবার সকাল ১১টায় হবিগঞ্জ সদর উপজেলার আল হোসাইন জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত পারভেজ আহমেদকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে রাখা হয়েছে। তিনি গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজে অধ্যয়নরত।

আরও পড়ুন:
চুনারুঘাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।