দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৫৭৯ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ৬৮ জন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৫৭৯ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ৬৮ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৫১১ জন।
এ ছাড়া অভিযানকালে একটি ধারালো চাকু, একটি একনলা বন্দুক, দুটি হাসু দা, একটি ছোট ছুরি, দুটি গুলতি, ৩০টি সিসার অংশ বিশেষ, একটি পুরাতন লোহার তৈরি রিভলবার, গান পাউডার, দুটি প্লাস্টিকের বাক্স, দুটি ককটেলসহ অন্যান্য অপরাধ কাজে ব্যবহৃত নানা রকম জিনিসপত্র উদ্ধার করা হয়।
এমএমআই/আরবি