ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

তিন দূতাবাসে কাউন্সেলর ও ফাস্ট সেক্রেটারি নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৬, সেপ্টেম্বর ২৩, ২০২৫
তিন দূতাবাসে কাউন্সেলর ও ফাস্ট সেক্রেটারি নিয়োগ

সৌদি আরব, লিবিয়া ও মালদ্বীপে কাউন্সেলর ও ফাস্ট সেক্রেটারি নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এজন্য তাদের চাকরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছে।

নারায়ণগঞ্জ সাইলো অধীক্ষক খন্দকার সেরাজুস সালেহীনকে সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কাউন্সেলর (শ্রম) এবং টেলিযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আমিনুর রহমানকে লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমানকে মালদ্বীপের মালেতে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) নিয়োগ দেওয়া হয়েছে।

এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।