ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

গুলশান সড়কে পাওয়া শিশুর পরিবারের সন্ধানে ডিএমপি পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৮, সেপ্টেম্বর ২৩, ২০২৫
গুলশান সড়কে পাওয়া শিশুর পরিবারের সন্ধানে ডিএমপি পুলিশ সড়কে পাওয়া শিশু

গুলশান সড়কে কান্নারত অবস্থায় উদ্ধার করা এক শিশুর পরিবারের সন্ধানে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরিবারের সন্ধানে পথহারা শিশুটির ছবিসহ গণমাধ্যমে প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন,
গতকাল সোমবার আনুমানিক সাড়ে ১০টার দিকে গুলশান থানা এলাকা রাত্রিকালীন ডিউটিতে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই শিশুকে কান্নারত অবস্থায় গুলশান থানায় নিয়ে যায়। এর আগে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির পরিবারের কাউকে পাওয়া যায়নি।

পুলিশ বলছে, শিশুটির গায়ের রঙ ফর্সা এবং উচ্চতা প্রায় ২ ফুট ৬ ইঞ্চি। আনুমানিক শিশুটির বয়স হতে পারে চার বছর। ঘটনার সময় তার পরনে ছিল হলুদ রঙের গেঞ্জি ও কালো-লাল রঙের ট্রাউজার প্যান্ট। পুলিশ, শিশুটির কাছে তার নাম জানার চেষ্টা করলেও সেটা পাওয়া যায়নি।
 
পরর্বতীতে, গুলশান থানা পুলিশ উদ্ধার করা শিশুটিকে ডিএমপির উইমেন সাপোর্ট  অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করে। বর্তমানে শিশুটি তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ আশ্রয়ে রয়েছে। এ বিষয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ডিএমপি পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়, কোনো সহৃদয় ব্যক্তি যদি শিশুটির পরিবারের সন্ধান জানতে পারেন তাহলে তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০-০৪২০৫৫ অথবা টিএনটি নম্বর ০২-৪১০২৪৮৪৮-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।