ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

নাসা গ্রুপের শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধে সমঝোতা চুক্তি স্বাক্ষর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, সেপ্টেম্বর ২৪, ২০২৫
নাসা গ্রুপের শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধে সমঝোতা চুক্তি স্বাক্ষর ফাইল ফটো

ঢাকা: নাসা গ্রুপের কারখানাগুলোর শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের লক্ষ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে কোনো শ্রমিককে ইন্টারনেট/ডাটাবেজে ব্ল্যাকলিস্ট করা যাবে না।

শ্রম ভবনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সভা কক্ষে নাসা গ্রুপের কারখানাগুলোতে শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধের লক্ষ্যে ত্রি-পক্ষীয় সভায় এ সমঝতা চুক্তি স্বাক্ষর হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালিক ও শ্রমিক পক্ষের স্বাক্ষরিত সমঝোতা চুক্তি অনুসারে কারখানার কর্তৃপক্ষ আগামী ১৫ অক্টোবরের মধ্যে আগস্ট মাসের বকেয়া বেতন-ভাতাদি (মজুরি) এবং আগামী ৩০ অক্টোবরের মধ্যে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন-ভাতাদি (মজুরি) পরিশোধ করবেন। তাছাড়া প্রত্যেক পূর্ণ বছর চাকরির জন্য সার্ভিস বেনেফিট বাবদ ৩০ দিনের মূল মজুরি, মাতৃত্বকালীন ছুটির টাকা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী পরিশোধ করবেন। শ্রমিকদের এসব যাবতীয় আইনানুগ পাওনাদি আগামী ৩০ নভেম্বরের পরিশোধ করা হবে। কোনো শ্রমিককে ইন্টারনেট/ডাটাবেজে ব্ল্যাকলিস্ট করা যাবে না।  

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন-এর সভাপতিত্বে গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৩তম সভার সিদ্ধান্তের ধারাবাহিকতায় নাসা গ্রুপের শ্রম অসন্তোষ নিরসনের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (যুগ্ম-সচিব)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপর্যুক্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে শ্রমিক প্রতিনিধি, কারখানা প্রতিনিধি, সরকার পক্ষ ও বিজিএমইএ-এর প্রতিনিধি স্বাক্ষর করেন।

এ সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা, বাংলাদেশ সেনাবাহিনী ও শিল্প পুলিশের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বিজিএমইএ এর সহসভাপতি নাসা গ্রুপের প্রতিনিধি এবং শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জিসিজি/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ