ঢাকা, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

নন্দীপাড়ায় যুবককে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, অক্টোবর ১২, ২০২৫
নন্দীপাড়ায় যুবককে গুলি করে মোটরসাইকেল ছিনতাই প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলগাঁও নন্দিপাড়া এলাকায় নাফিস আজিজ সিদ্দিক (৩৩) নামে এক যুবককে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় যুবককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) ঘটনা সত্যতা নিশ্চিত করেন পুলিশ। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে খিলগাঁও নন্দীপাড়া তিতাস রোড এলাকায় ঘটনাটি ঘটে।

হাসপাতালে আহত নাফিসের বাবা আবু বক্কর সিদ্দিক বলেন, তাদের বাসা খিলগাঁও দক্ষিণ বনশ্রী এলাকায়। নাফিস একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বাসাবো এলাকায় নাফিসের এক সহকর্মীর বাবা মারা যায়। রাতে বাসাবো এলাকায় যায় নাফিস। সেখান থেকে তার আরেক সহকর্মীকে নামিয়ে দিতে মোটরসাইকেল নিয়ে যাত্রাবাড়ী এলাকায় যায় নাফিস। সেখান থেকে বাসায় ফিরছিল।  

তিনি আরও বলেন, খিলগাঁও তিতাস রোডে আসলে তিনজন ছিনতাইকারী নাফিসের মোটরসাইকেলের গতিরোধ করে। নাফিসের মোটরসাইকেল নিয়ে নেয়। এ সময় তার হাতে থাকা মোবাইল ফোন নিতে গেলে বাধা দেয় নাফিস। পরে তার বাম পায়ের রানে এক রাউন্ড করে। তার মোটরসাইকেল ও দুটি মোটরসাইকেল ফোন নিয়ে যায়। পরে তার চিৎকারে পাশের নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে ফরায়েজী হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে নাফিসকে রাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, রাতে এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসে। তার বাম পায়ের উরুতে গুলিবিদ্ধ ছিল। রাতেই চিকিৎসকরা অস্ত্রপচার করে গুলি বের করে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে।

এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।