অংশীজনদের দেওয়া মতামতের ভিত্তিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ এর খসড়া হালনাগাদ করে দ্রুত চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। এতে শিক্ষা ভবন-সচিবালয় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টা ২০ মিনিটে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। তখন শুধু শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে একে একে অন্যান্য কলেজের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচিতে অবস্থান নিলে দুপুর ১টার দিকে উভয় পাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে শিক্ষার্থীরা যাতে সচিবালয়ের দিকে যেতে না পারে সেজন্য ওই সড়কটির দুপাশই ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে পুলিশ। সেখানে পুলিশের জলকামান ও সাঁজোয়া যান দেখা গেছে।
অবস্থান কর্মসূচি থেকে ইডেন মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী স্মৃতি আক্তার বলেন, শিক্ষার্থীরা উপদেষ্টা বা কারো কাছে যাবে না। তাদের শিক্ষার্থীদের কাছে আসতে হবে। তা না হলে কোনো উদ্ভূত পরিস্থিতি তৈরি হলে শিক্ষার্থীরা দায়ী থাকবে না। সময় যত যাবে তত এখানে (শিক্ষা ভবনের সামনে) শিক্ষার্থীদের জনসমুদ্র সৃষ্টি হবে।
এদিকে সড়ক ছেড়ে দিতে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে দেখা যায় ডিএমপির প্রোটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটির যুগ্ম কমিশনার সানা শামীমুর রহমানকে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমরা শিক্ষার্থীদের আগেও সাহায্য করেছি, এখনো করবো। আমরা চাই শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আমাদের কো-অপারেট করবে। তাদের দাবি পূরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
এসসি/ইএসএস/আরবি