ঢাকার সাভারের বিরুলিয়া এলাকায় চিহ্নিত মাদক কারবারির হাতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর এক সাবেক শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভে নেমেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তারা মিরপুর ১১ নম্বরের প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। তারা দেশজুড়ে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং অভিযুক্তদের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানান।
শিক্ষার্থীরা বলেন, আমাদের সাবেক সহপাঠী যেভাবে পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন, তা মানবতার জন্য লজ্জাজনক। অভিযুক্তদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
তারা আরও জানান, মামলা দায়েরের পর একজন আসামি গ্রেপ্তার হলেও বাকি দুইজন এখনও পলাতক। তাদের দ্রুত গ্রেপ্তারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তারা।
এদিকে, ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ট্রাফিক পুলিশ বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে। শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।
এমএমআই/জেএইচ