ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নূর হোসেনকে রিমান্ডে নিয়ে ফের চার্জশিট দেওয়ার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
নূর হোসেনকে রিমান্ডে নিয়ে ফের চার্জশিট দেওয়ার দাবি ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে:  নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি ন‍ূর হোসেনকে রিমান্ডে নিয়ে ফের মামলার তদন্তের দাবি জানিয়েছে নিহত কাউন্সিলর অ্যাডভোকেট নজরুল ইসলামের পরিবার।

একই সঙ্গে নূর হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে আবারও চার্জশিট জমা দেওয়ার দাবি জানান তারা।



শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে নজরুলের স্ত্রী সেলিমা ইসলাম বিউটি ও শ্বশুর হাজি শহীদুল ইসলাম এসব  দাবি জানান।

ভারতের পশ্চিমবঙ্গ থেকে ন‍ূর হোসেনকে দেশে ফেরানোর পর শুক্রবার নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। বাদ জুমা তাকে আদালতে হাজির করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম সাংবাদিকদের বলেন, ন‍ূর হোসেনকে যেহেতু দেশে ফিরিয়ে আনা হয়েছে, তাই আমাদের দাবি তাকে যেন আবার রিমান্ডে নেওয়া হয়। একই সঙ্গে মামলার পুনরায় তদন্ত করা হয়। তদন্তে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আবার চার্জশিট জমা দেওয়ার দাবি জানাচ্ছি।
তিনি বলেন, ‘ওর (নূর হোসেন) মুখের বক্তব্যের প্রেক্ষিতে চার্জশিট চাই। সে এই ঘটনা কী একাই করেছে, নাকি আরও অনেকে জড়িত ছিল তা জানতে চাই। ’

মামলার বিচারে অসন্তুষ্টির কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা নারায়ণগঞ্জ আদালতে যতটুকু বিচার পেয়েছি তাতে সন্তুষ্ট না। এজন্য আমরা উচ্চ আদালতে আবেদন করবো। ইতোমধ্যে আমরা মামলার কাগজপত্র তোলার জন্য সংশ্লিষ্ট শাখায় আবেদন করছি। ’
 
‘এরপর উচ্চ আদালতে যাওয়ার চিন্ত‍া ভাবনা করছি,’ যোগ করেন নিহত নজরুলের স্ত্রী বিউটি।  

অভিযোগ করে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ আদালতের জজ বিচারিক ফাইলে সই করছেন না বলে আমরা উচ্চ আদালতে যেতে পারছি না। সেজন্যই এই বিচার প্রক্রিয়ায় গতি আটকে আছে। ’

নিজেদের অসহায়ত্বের কথা জানিয়ে বিউটি বলেন, ‘আমরা খুব অসহায় ‍অবস্থায় দিন-যাপন করছি। এর আগে আমাদের পুলিশি   নিরাপত্ত্বা দেওয়া হলেও তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ কারণে এখন আরও বেশি নিরাপত্তাহীনতায় ভুগছি। ’

‘আমরা সরকারের কাছে নিরাপত্তার দাবি জানাই,’ বলেন তিনি।

নজরুলের স্ত্রী অভিযোগ করেন, সাত খুনের ঘটনায় জড়িত আরও দুই আসামি কাঁচপুরের সেলিম ও ইয়াসিন ‍অপহরণের পরদিন এবং হত্যার পর বিভিন্ন সময় দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আপনারা জানেন, ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে এক মাসেরও বেশি সময় লাগে কিন্তু আসামিরা ঘটনা  ঘটার পরই পালিয়ে গেছে। এর মানে এ ঘটনা ছিল পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং আসামিদের অনেকেই নারায়ণগঞ্জে নিজ ‍অবস্থানে থাকলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। ’  
 
নিজেদের ওপর নির্যাতনের কথা জানিয়ে নজরুলের শ্বশুর হাজি শহীদুল ইসলাম (শহীদ চেয়ারম্যান) বলেন, ‘আম‍াদের ওপর  অনেক  নির্যাতন হচ্ছে। এখন আর পেরে উঠতে পারছি না। দেয়ালে পিঠ ঠেকে গেছে।

এ ঘটনার সঙ্গে জড়িত সবার সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি দাবি করেন তিনি।

শহীদ চেয়ারম্যান বলেন, ‘এ হত্যার প্রতিবাদ আমরা করতে পারছি না। আমাদের  কোনোভাবেই মানববন্ধনসহ অন্য যে কোনো ধরনের কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না।

‘ফতুল্লা থানার ওসি  আসাদুজ্জামান আমাদের কোনো কর্মসূচিই পালন করতে দিচ্ছেন না,’ অভিযোগ করেন তিনি।        

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শহীদ‍ুল ইসলাম বলেন,  ‘আপনারা ভালো করেই জানেন যে বা যারা জড়িত তাদের ফোন রেকর্ড বিভিন্ন সময় গণমাধ্যমে প্রচার ও প্রকাশিত হয়েছে এবং এখনও হচ্ছে। ’

র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ করে আবারও তিনি বলেন, ‘ছয় কোটি টাকা এবং দু’টি  ফ্লাটের  বিনিময়ে র‌্যাব এ হত্যাকাণ্ডে জড়ায়। ’

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, রাষ্ট্র চাইলে অনেক কিছুই করতে পারে। নূর হোসেনকে রিমান্ডে নিলে কত টাকা এবং কিসের বিনিময়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা উৎঘাটিত হবে।

এর আগে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) ড. খন্দকার মুহিদ উদ্দিন  সাংবাদিকদের বলেন, নূর হোসেনের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে ওইসব মামলায় তাকে রিমান্ডে নেওয়ার কোন সুযোগ নেই।

তবে এসপির এমন বক্তব্যে দ্বিমত পোষণ করে  এ আইনজীবী বলেন, ‘তাকে (নূর হোসেন) রিমান্ডে নেওয়ার জন্য  ‍মামলাগুলো পুনরায় তদন্ত করে রিমান্ডের আবেদন করা যেতে পারে। ’
 
বাংলাদেশ সময়:  ১২৪২ ঘণ্টা, ১২০৫, নভেম্বর ১৩, ২০১৫
এনএইচএফ/এমআইকে/এমএ

** আদালতে নূর হোসেন কী বলেন ইব্রাহিমের বাবা তার অপেক্ষায়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।