ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দারিদ্র্য বিমোচনে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
দারিদ্র্য বিমোচনে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাক‍া: দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও জলবায়ু সংকট মোকাবেলায় আর্ন্তজাতিক সম্প্রদায়ের আরও বেশি আন্তরিক ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৫ নভেম্বর) সকালে ঢাকায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের সভায় তিনি এ আহ্বান জানান।



প্রধানমন্ত্রী বলেন, এই সুন্দর পৃথিবীকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করতে আমাদের সবার ঐক্যবদ্ধ ও ঐকান্তিক প্রচেষ্টা আবশ্যক।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে উন্নত দেশগুলোকে আর্থিক ও কারিগরি সহযোগিতা নিয়ে এগিয়ে আসারও আহ্বান জানান শেখ হাসিনা।

তিনি বলেন, উন্নয়ন ও জলবায়ু সংকট মোকাবেলায় প্রথাগত আর্থিক সহযোগিতার পাশাপাশি বিশ্ব বাণিজ্য ব্যবস্থা যাতে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিসহ বৈশ্বিক উন্নয়নে অবদান রাখতে পারে, সে বিষয়ে আর্ন্তজাতিক সম্প্রদায়কে আরও বেশি আন্তরিক ও মনোযোগী হতে হবে।

এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুষম ও পারস্পরিক উন্নয়নে আঞ্চলিক, উপ-আঞ্চলিক ও দ্বি-পাক্ষিক সহযোগিতার প্রয়োজনীতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

শ্রম অভিবাসন প্রক্রিয়ার অপরিসীম সম্ভবনাকে পুরোপুরি কাজে লাগাতে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুতারোপ করে তিনি বলেন, বিশ্বব্যাপী অভিবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষা ও তাদের কল্যাণের জন্য উন্নয়নশীল ও উন্নত দেশগুলোকে একই সঙ্গে কাজ করতে হবে।

অভিবাসী শ্রমিকদের দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে তাদের ন্যূনতম মজুরি নির্ধারণে বৈশ্বিক পর্যায়ে যৌথ প্রচেষ্টা চালানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী।

অভিবাসীদের অধিকারের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, অভিবাসীরা যাতে বঞ্চনার শিকার না হন, সেজন্য তাদের প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণে উন্নয়ন সহযোগীদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বিদ্যমান অসুবিধাগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করে শেখ হাসিনা বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় গঠিত তহবিল এখনও পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। জলবায়ু অর্থায়নে বিদ্যমান শর্তগুলো কঠিন ও জটিল। ঝুঁকিপূর্ণ দেশগুলোকে অর্থ‍ায়নে বিদ্যমান বাধা ও ধীর গতি অপসারণ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ ইতোমধ্যে অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। জলবায়ু পরিবর্তনে যদিও বাংলাদেশের কোনো ভূমিকা নেই। অথচ আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি।

তবে সাহায্যের আশায় বসে না থেকে বাংলাদেশ নিজস্ব তহবিল গঠন করে মানুষকে ক্ষতির হাত থেকে রক্ষার কাজ চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, শত বাধা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আর্থ-সামাজিক ও বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। এদেশের সাহসী ও সংগ্রামী জনগণ নিজেদের মেধা ও দক্ষতা দিয়ে অদূর ভবিষ্যতে দেশকে উন্নয়নের এক বিস্ময় হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরতে বদ্ধ পরিকর।

বৈদেশিক সাহায্যের ওপর ক্রমেই নির্ভরশীলতা কমছে বলে জানান শেখ হাসিনা।

উন্নত সমৃদ্ধ দেশ গড়তে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন পরিকল্পনা, লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, বেসরকারি খাতসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।

দারিদ্র্য বিমোচনে সরকারের সফলতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ১৯৯১ সালে আমাদের দারিদ্র্যে হার ছিলো ৫৬.০৭ শতাংশ, আমরা সেই দারিদ্র্যের হার ২৪.০৪ শতাংশে নামিয়ে এনেছি। অতি দারিদ্র্যের হার ৭.০৯ শতাংশে হ্রাস পেয়েছে। আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। সরকার দেশি ও বিদেশি বিনিয়োগের জন্য দেশের বিভিন্ন এলাকায় ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।

সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের মানুষের সার্বিক উন্নয়নে সরকার বদ্ধ পরিকর উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আর্ন্তজাতিক সম্প্রদায় বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এশিয়ান ইনফ্রাসট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝাং প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫/আপডেট: ১২৪৫ ঘণ্টা
এমইউএম/এসএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।