ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দিনাজপুরে গুলিবিদ্ধ ইতালীয় ধর্মযাজককে ঢাকায় আনা হয়েছে

ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, নভেম্বর ১৮, ২০১৫
দিনাজপুরে গুলিবিদ্ধ ইতালীয় ধর্মযাজককে ঢাকায় আনা হয়েছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: দিনাজপুর শহরের মির্জাপুর বিআরটিসি বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত ইতালীয় ধর্মযাজক ডা. পিয়েরোকে (৫০) উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে বিমান বাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছায়।

পরে বিকেল সোয়া ৪টার দিকে ডা. পিয়েরোকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের উদ্দেশে দিনাজপুর ছেড়ে যায়।

এর আগে বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে গুলিবিদ্ধ ডা. পিয়েরোর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন রংপুর বিভাগীয় পুলিশ কমিশনার হুমায়ুন।

এসময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, আহত ডা. পিয়েরো একজন চিকিৎসক। তার ওপর হামলার বিষয়টি পুলিশ ব্যক্তিগত বলে মনে করছে না। এটি একটি পরিকল্পিত হামলা। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্বাভাবিক পরিস্থিতি নষ্ট করে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে এ হামলা চালানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে বিচার প্রক্রিয়া শুরু করা হবে।

তিনি আরো জানান, ডা. পিয়েরোর অবস্থা আশঙ্কামুক্ত। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এসময় রংপুর বিভাগীয় পুলিশ কমিশনার হুমায়ুনের সঙ্গে ছিলেন-দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) মীর খায়রুল আলম, পুলিশ সুপার রুহুল আমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এনাম উল্লাহ জেমি প্রমুখ।

উল্লেখ্য, বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুর সদরের মির্জাপুর বিআরটিসি বাসস্ট্যান্ডের কাছে ডা. পিয়েরোকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। এতে তার ঘাড়ে গুলি লাগে।

পার্বতীপুর ল্যাম্প হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এনোস সরেন বাংলানিউজকে জানান, ডা. পিয়েরো একজন ধর্মযাজক। দিনাজপুর সেনভিন সেন্ট হাসপাতালের এই চিকিৎসক সুইহারী ক্যাথলিক মিশনের নভারা টেকনিক্যাল স্কুল চত্বরের একটি ভবনে বসবাস করেন।   প্রতিদিনের মতো বুধবার সকালে বাই সাইকেলে করে ওই হাসপাতালে যাওয়ার পথে এ হামলার শিকার হন তিনি।

উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে জগিং করার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক তাবেলা সিজার। তিনি নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসআই

** দিনাজপুরে গুলিবিদ্ধ ইতালীয় ধর্মযাজককে ঢাকায় আনা হচ্ছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।