ঢাকা: ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়কে (নিলয়) ফেসবুকে হত্যার হুমকিদাতা ও হত্যার পর এর দায় স্বীকারকারী তিনজনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডে নেওয়া তিনজন হচ্ছেন- মুফতি মাওলানা আবদুর গাফফার, মর্তুজা ফয়সাল সাব্বির ও তারেকুল আলম তারেক।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে তাদেরকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে প্রত্যেকের দশদিন করে রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমান।
শুনানি শেষে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলামের আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাতে মুফতি মাওলানা আবদুর গাফফারকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে এবং চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভাটিয়ারী ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি মর্তুজা ফয়সাল সাব্বিরকে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে গ্রেফতার করা হয়। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেফতার করা হয় সীতাকুণ্ড থানা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি তারেকুল আলম তারেককে। নিলয়কে ফেসবুকে হত্যার হুমকি দিয়েছিলেন মুফতি মাওলানা আবদুর গাফফার। হত্যার পর আনসার আল ইসলাম নামে ফেসবুক পেজ থেকে হত্যার দায় স্বীকার করেন মর্তুজা ফয়সাল সাব্বির ও তারেক।
গত ৭ আগস্ট দুপুরে খিলগাঁওয়ের উত্তর গোড়ানে ১৬৭ নম্বর বাসার পঞ্চম তলার ফ্ল্যাটে ঢুকে নিলয়কে (৪০) হত্যা করে দুর্বৃত্তরা। স্ত্রী ও বোনকে নিয়ে ওই বাসায় থাকতেন গণজাগরণ মঞ্চের এই সক্রিয় কর্মী।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এমআই/ওএইচ
** ব্লগার নিলয় হত্যা : হুমকিদাতা-দায় স্বীকারকারী ৩ জন গ্রেফতার