ঢাকা: লালমনিরহাটের আদিতমারী থানার ময়নার চর গ্রামের আসাদ মিয়া নামে এক কৃষক জাল ওয়ারেন্টে গ্রেফতার হন ১৫ দিন আগে। এর পর থেকেই কারাগারে তিনি।
ঢাকার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের একটি ওয়ারেন্টমূলে গত ৩ নভেম্বর আদিতমারী থানা পুলিশ তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
৪ নভেম্বর তাকে লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেখান থেকে পরবর্তীতে লালমনিরহাট জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
ওই ওয়ারেন্টে মামলার ধার্য তারিখ দেখানো হয় ১৫ নভেম্বর। সে মোতাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগার গত ১৫ নভেম্বর আসামিকে ঢাকার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির করেন। কিন্তু গ্রেফতারি পরোয়ানায় উল্লেখিত নম্বরে কোনো মামলা ওই আদালতে বিচারাধীন নেই।
পরোয়ানায় যেভাবে মামলার নম্বর লেখা হয়েছে সেভাবে ওই আদালতে কোনো মামলাও লেখা হয় না। পরোয়ানাটি ওই আদালতের জারি করা নয় এবং ভুয়া হওয়ায় আদালত আসামি গ্রহণ না করে ফের কারাগারে ফেতে পাঠান।
আসামি আসাদের আইনজীবী মো. বিল্লাল হোসেন বলেন, ওয়ারেন্টটিতে জিআর মামলা নং ৩৭(৩)১৫ উল্লেখ আছে। কোন থানার মামলা উল্লেখ নেই। এমনকি দায়রা আদালতের কোনো মামলার নম্বরও সেখানে উল্লেখ নেই। কেউ শত্রুতাবশত হয়রানি করতেই ভুয়া ওয়ারেন্টে তাকে ধরিয়ে দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এমআই/এএ