ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

উল্লাপাড়ায় প্রাইভেটকার খাদে পড়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৩, নভেম্বর ১৮, ২০১৫
উল্লাপাড়ায় প্রাইভেটকার খাদে পড়ে নিহত ১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অজ্ঞাত পরিচয় এক নারী (৩২) ম‍ারা গেছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।



বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পূর্বদেলুয়া ব্রিজের কাছে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী তথ্যের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, প্রাইভেটকারটি ওই এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় ওই নারীর মৃত্যু হয়। এসময় প্রাইভেট কারে থাকা আরও তিনযাত্রী আহত হন।

আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।