বরিশাল: বরিশালে বেদে সম্প্রদায়ের এক কিশোরীকে অপহরণের মামলায় আবুল কালাম নামে এক যুবকের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ মো. আবু তাহের এ রায় দেন।
এছাড়া ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ের আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে আসামি পলাতক রয়েছেন।
দণ্ডপ্রাপ্ত আবুল কালাম বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম মহেষপুর গ্রামের আশ্রাফ আলী হাওলাদারের ছেলে। বরিশাল আদালতের বেঞ্চ সহকারী আজিবুর রহমান এ তথ্য জানান।
আদালত সূত্র জানায়, ২০০২ সালের ২৫ জুলাই বাকেরগঞ্জের পশ্চিম মহেষপুর নদী সংলগ্ন চরে অবস্থানকারী বেদে বহরের এক মেয়ে পাশের রামনগর এলাকায় পানি আনতে যায়। এ সময় আবুল কালাম ও তার সহযোগীরা মেয়েটিকে অপহরণ করে।
পরে তাকে খুঁজতে শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় দিবাগত রাত ৩টায় আসামির বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।
ওই ঘটনার ২ দিন পর আসামিসহ আরো ৪/৫ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন মেয়েটির বাবা।
একই বছরের ৪ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রব আদালতে চার্জশিট দাখিল করেন।
আদালত মোট ৭ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে আবুল কালামের অনুপস্থিতিতে তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪ জনকে খালাস দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসআর