ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নিরাপত্তা কর্তৃপক্ষের অনুরোধে ফেসবুক বন্ধ: বিটিআরসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫১, নভেম্বর ১৮, ২০১৫
নিরাপত্তা কর্তৃপক্ষের অনুরোধে ফেসবুক বন্ধ: বিটিআরসি

ঢাকা: সর্বোচ্চ নিরাপত্তা কর্তৃপক্ষের অনুরোধে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক কর্মকর্তা।
 
বুধবার (১৮ নভেম্বর) ‍দুপুর ১টা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার ও ভাইবার বন্ধ করা হয়।

এরপর এক ঘণ্টার উপরে বন্ধ থাকে ইন্টারনেট সেবাও।  
 
এদিন সকালে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায়ের পর যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে কেউ নাশকতা না ঘটাতে পারে সেজন্য এগুলো বন্ধের নির্দেশ দেয় বিটিআরসি।
 
‘সর্বোচ্চ নিরাপত্তা কর্তৃপক্ষ’ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধের নির্দেশ দিয়েছে বলে জানান বিটিআরসির ওই কর্মকর্তা। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধের নির্দেশ দিলে ইন্টারনেট সংযোগও বন্ধ হয়ে যায় বলেও জানান তিনি।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকার কথা বলা হলেও এক ঘণ্টার কিছু বেশি সময় পর ইন্টারনেট সচল করা হয়। এ সময় ফেসবুক সচল পাওয়া গেলেও হোয়াটসঅ্যাপ, ভাইবার, ম্যাসেঞ্জার এখনও ঠিকমতো কাজ করছে না। তবে কত সময় এগুলো বন্ধ থাকবে তা নিশ্চিত করে বলতে পারেনি বিটিআরসি।
 
এর আগে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বিটিআরসিতে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানান কর্মকর্তারা।
 
বৈঠকে প্রতিমন্ত্রী ইন্টারনেট সেবা চালু রাখার নির্দেশনা দিয়েছেন বলে জানায় বিটিআরসি। এ সময় তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম সাময়িক বন্ধ থাকবে।
 
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এমআইএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।