ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো পিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো পিয়া

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে স্কুলছাত্রী পিয়া আক্তারের (১৩) বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামিম হোসেন এ বাল্যবিয়ে বন্ধ করেন।



পিয়া আক্তার রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী এবং পৌর দেনায়েতপুর এলাকার বাসিন্দা আজাদের মেয়ে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামিম হোসেন বাংলানিউজকে জানান, উপজেলার কেরোয়া গ্রামের রহমান খাঁনের ছেলে প্রবাসী আবদুর রহিমের সঙ্গে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী পিয়ার বাল্যবিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগে বর পক্ষ পালিয়ে যান। এ ব্যাপারে পিয়া’র বাবা-মা’র কাছ থেকে মুচলেকা নিয়ে বাল্যবিয়ে থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।