ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সুন্দরগঞ্জে পুলিশ সদস্যের স্ত্রী-মেয়ের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩০, নভেম্বর ২৪, ২০১৫
সুন্দরগঞ্জে পুলিশ সদস্যের স্ত্রী-মেয়ের মৃতদেহ উদ্ধার

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার কনস্টেবল পরিমল চন্দ্রের স্ত্রী কৃষ্ণা রাণী ও মেয়ে অর্পিতা রাণীর (২) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শহরের বামনজল এলাকার ভাড়া বাসা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।



কনস্টেবল পরিমল চন্দ্র ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, শহরের বামনজল এলাকার ভাড়া বাসায় বাসবাস করতেন কনস্টেবল পরিমল চন্দ্র। সোমবার রাতের খাবার শেষে স্ত্রী-মেয়েকে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন।

ভোরে পরিমল ঘুম থেকে জেগে বিছানায় স্ত্রীকে পাশে না পেয়ে পাশের রান্না ঘরের আড়ার সঙ্গে কৃষ্ণা রাণীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। ঘরে এসে দেখেন তার মেয়ে অর্পিতাও মারা গেছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাফিল হোসেন বাংলানিউজকে বলেন, কৃষ্ণা রাণী ও অর্পিতার মৃত্যুর বিষয়টি রহস্যজনক।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।

পুলিশ সুপার আশরাফুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।