ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অপরাধ দমনে এক সঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
অপরাধ দমনে এক সঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: চোরাচালান ও মানবপাচার বন্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশ এবং ভারত এক সঙ্গে কাজ করবে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজশাহীর সার্কিট হাউজে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা গণমাধ্যমকে এ কথা জানান।



এর আগে দুই দেশের অপরাধ দমনে বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

এছাড়া চুয়াডাঙ্গা মাঝদিয়া স্থলবন্দর ফের চালু করা এবং রাজশাহীর সীমান্তে হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় সম্মেলনে। সীমান্ত সংক্রান্ত সমস্যা সমাধানে প্রতিবছর এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হবে, জানান উভয় দেশের প্রতিনিধিরা।

রাজশাহীর জেলা প্রশাসকের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দলে চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিজিবি-৩৭ এর পরিচালক, বিজিবি-৯ এর সিইও ও বিজিবি-৬ এর পরিচালক অংশ নেন।

ভারতের প্রতিনিধি দলে মুর্শিদাবাদের জেলা ম্যাজিস্ট্রেট রত্নাকর রাও ও পুলিশ সুপার সি. সুধাকর, নদিয়ার জেলা ম্যাজিস্ট্রেট বিজয় ভার্টি ও পুলিশ সুপার ভারাত লাল মীনা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।