আশুলিয়া (ঢাকা): শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়ায় বন্ধ কারখানা খুলে দেওয়াসহ পাঁচ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন ফ্যাশন ক্র্যাফট নিটওয়্যার লিমিটেড নামক একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
বুধবার (২৫ নভেম্বর) আশুলিয়ার জামগড়ার ছয়তলা এলাকা থেকে ফ্যান্টাসি কিংডম পর্যন্ত আশুলিয়া-আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন ফ্যাশন ক্র্যাফট নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা।
এসময় মহাসড়কটিতে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শ্রমিকরা জানান, মাসের প্রথম সাত কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ, মাতৃত্বকালীন ছুটিসহ পাঁচটি দাবিতে গত ২০, ২১ ও ২২ নভেম্বর কারখানার ভেতর কর্মবিরতি পালন করা হয়।
অব্যহত শ্রমিক বিক্ষোভের মুখে গত ২৩ নভেম্বর কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
বুধবার বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে তাদের ন্যায্য দাবি মেনে নিয়ে অবিলম্বে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানান শ্রমিকরা।
এঘটনায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, নভেস্বর ২৫,২০১৫
এনএনএচ/জেডএস