বগুড়া: সুন্দরবনের কাছে রামপালে এবং বুড়িগঙ্গা নদীর ফতুল্লা এলাকায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্প বাতিল ও জীববৈচিত্র্য-প্রকৃতি-পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বগুড়া শাখা।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জেলা সিপিবি’র সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্নাহ, জেলা বাসদ’র আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দুলাল কুন্ডু, জেলা বাসদ’র সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, শ্যামল বর্মন প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবন বিশ্বের ঐতিহ্য হিসেবে বিবেচিত। সুন্দরবনের সঙ্গে আমাদের অস্তিত্ব জড়িত। লুটপাটের স্বার্থে সেই বিশ্ব ঐতিহ্য ধ্বংস করার অপচেষ্টা চলছে। এই বন দেশের ফুসফুস। দেশের প্রাণ।
তাই সুন্দরবনকে দেশি-বিদেশি লুটেরাদের কবল থেকে রক্ষা করতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এমবিএইচ/এইচএ/