ঢাকা: এ অঞ্চলের (ভারত, ভুটান, মায়ানমার ও নেপাল) দেশগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেলে রাজনৈতিকসহ বড় বড় সমস্যা সমাধান সম্ভব হবে। বর্তমান সরকার এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ শুরু করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শিল্পকলা একাডেমিতে ১ম আন্তর্জাতিক মৃক্তিকালঘ্ন নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ কথা বলেন।
বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলীয় ১৮টি নৃ-গোষ্ঠীর নাট্যদল নিয়ে সপ্তাহব্যাপী (১৯-২৬ নভেম্বর) সম্প্রীতি নাট্যদল পর্ষদ এ উৎসবের আয়োজন করে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১৯৬৫ সালে বন্ধ হয়ে যাওয়া এ অঞ্চলের দেশগুলোর সাথে সড়ক যোগাযোগ শুরু হয়েছে। এতে সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহ্য বিনিময়ের সুযোগ সৃষ্টি হচ্ছে। এর মাধ্যমে রাজনৈতিকসহ বড় বড় সমস্যাও সমাধান হবে।
বিদেশ থেকে অপেশাদার নাট্য দল আনতে জটিলতা সৃষ্টি হয় বলে জানান নাট্যজন রামেন্দ্র মজুমদার। এক্ষেত্রে তিনি সরকারের সহযোগিতা চান।
এর জবাবে শাহরিয়ার আলম বলেন, আগামীতে এ ধরনের কোন সমস্যা সৃষ্টি হবে না। দু’দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিয়ে এ ধরণের অনুষ্ঠান প্রতি দু’বছর অন্তর অন্তর করা হবে। এতে পররাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা করবে।
অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, ভারতীয় হাই কমিশনের প্রথম সচিব সিদ্ধার্থ চট্টোপাধ্যায় প্রমুখ বক্তব্য রাখেন।
সাত দিনব্যাপী শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চ, পরীক্ষণ থিয়েটার হল ও নাট্যশালায় ভারতের ৭টি ও বাংলাদেশের ৮টি নৃ-গোষ্ঠী নৃত্য, সংগীত ও নাটক পরিবেশন করেন।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
আরইউ/আরআই