ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঈশ্বরদীতে বাংলালিংকের রিটেইলার প্রশিক্ষণ-সম্মেলন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, নভেম্বর ২৬, ২০১৫
ঈশ্বরদীতে বাংলালিংকের রিটেইলার প্রশিক্ষণ-সম্মেলন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈশ্বরদী: বায়োমেট্রিকস পদ্ধতিতে বাংলালিংকের সিম বিক্রয়ে রিটেইলার প্রশিক্ষণ ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে বাংলালিংকের পাবনা জেলা ডিস্ট্রিবিউটর আব্দুল মান্নান টিপুর সভাপতিত্বে রিটেইলার প্রশিক্ষণ ও সম্মেলন অনুষ্ঠিত হয়।



এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান, বাংলালিংকের বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার সেলিম আহমেদ, জোনাল সেলস ম্যানেজার মো. মাহফুজুর রহমান ও এসএমই চ্যানেল ম্যানেজার মো. নিশাত হোসেন।

প্রশিক্ষণ ও সম্মেলন অনুষ্ঠানে বাংলালিংকের প্রায় শতাধিক রিটেইলার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।